Pages

Pages

Friday, May 30, 2014

Basic Grammar


Language


Language (ভাষা): ভাব প্রকাশ বা ভাব বিনিময়ের মাধ্যমই ভাষা বা  language.

Letter


Letter (বর্ন): ভাষা লেখার জন্য ব্যবহৃত চিহ্নই বর্ন বা letter.
যেমন: a, b, c … x, y, z  (মোট ২৬টি)

Alphabet


Alphabet (বর্নমালা): Letter সমূহকে একত্রে Alphabet  বলে
Alphabet

Vowel                                     Consonant
( a, e, i, o, u = 5 টি)                      (বাকী ২১ টি)
     

Word

Word (শব্দ): এক বা একাধিক meaningful letter–word.
যেমন, I -আমি, a-একটি, man -মানুষ
এছাড়া যদি একটি বাক্য লেখা হয়-‘O’ and ‘E’ are vowels. এক্ষেত্রেO’ এবংE’ word.  অর্থাৎ
যখন এক বা একাধিক letter বাক্যে ব্যবহৃত  হওয়ার যোগ্যতা অর্জন করে, তখন তাকে word বলে

Sentence


Sentence (বাক্য): একাধিক word কোন পূর্ন ভাব ব্যক্ত করলে তাকে(অর্থাৎঐ group of Words বা শব্দ সমষ্টিকে) Sentence বলে                        
যেমন: I eat rice.
মূলত: ‍sentence- ভাষার Unit.
Sentence- এর একাধিক words এর মধ্যে মূল বা প্রধান word টি হচ্ছে Verb.                                          Verb ছাড়া Sentence হয়া না অর্থাৎ verb ছাড়া কোন ভাব সাধারণত: প্রকাশ করা যায় না          সুতরাং ভাষায় verb –এর ভূমিকা অনন্য

Grammar


Grammar:  ভাষা যে নিয়ম মেনে চলে তাই grammar. Sentence  হচ্ছে ভাষার unit.                 কাজেই বাক্য গঠনে যে সকল নিয়ম মানা হয় তাই grammar. Grammar  কোন পুস্তক নয় Grammar is the rules of language.

Classification of Grammar:


ইংরেজি Grammar টি ভাগে বিভক্ত:
 1. Orthography- বর্ন প্রকরন
 2. Etymology - শব্দ বা পদ প্রকরন
 3. Syntax - বাক্য প্রকরন/ পদ বিন্যাস
 4. Punctuation - বিরামচিহ্ন প্রকরন
 5. prosody - ছন্দ্ব প্রকরন

No comments:

Post a Comment