Pages

Pages

Friday, May 30, 2014

NOUN



NOUN


Noun is a naming word of any place, thing, action, quality or nation etc.

1. Noun: যে  word দ্বারা কোন কিছুর নামকে বুঝায় তাকে Noun বলে

NOUN  Identification:


There are some clues to identify a Noun.

* A word used as the subject or object of a verb is Noun.
Beauty is truth. I see a bird.

* The object of Gerund, Participle or Infinitive is a Noun.
To tell the truth is hard.
Reading books is always amusing.
Seeing a tiger, I turned pale.

* If you see a word used after the preposition, it is a Noun.
Love came from Heaven.
He believes in God.

* If you see only a word after articles (a, an, the) it is a Noun.
He is a genius.
The rich are not always happy.

Classification of Noun


যে word দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোনকিছুর সমষ্টি, অবস্থা বা গুণের  নাম বুঝায় তাকে  Noun বলে
যেমনঃ- Noman is happy. (Noman একটি ব্যক্তির নাম)
Iron is a useful metal (Iron একটিবস্তুরনাম)
The cow gives us milk (The cow –একটিপ্রাণীর নাম)
Dhaka is a big city. (Dhaka- একটিস্থানের নাম)
The team is strong. (team-খেলোয়াড়েরসমষ্টি)
Honesty is the best policy. (Honesty - একটিগুণের নাম)

Noun প্রধানতঃ দুই  প্রকার  যথাঃ

1. Concrete (ইন্দ্রিয়গ্রাহ্যবিশেষ্য)
2. Abstract Noun (গুণবাচক বিশেষ্য )

Concrete Noun: (ইন্দ্রিয়গ্রাহ্যবিশেষ্য )


যে Noun-এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্দি করা যায় তাকে  Concrete Noun বলে
যেমনঃ-Alim, boy, hen, book, flower  ইত্যাদি

Abstract Noun: (গুণবাচক বিশেষ্য )


যে  Noun দ্বারা কোন ব্যক্তির বা বস্তুর গুণ, অবস্থা বা কার্জের নামকে প্রকাশ করে তাকে  Abstract Noun বলে Abstract Noun  চোখে দেখা যায় না ইহা অনুভূতির সাহায্যে উপলব্দি করতে হয়
Honesty, kindness, freedom, illness, happiness, truth ইত্যাদি

Note: সাধারণতঃযেসমস্ত Noun এর শেষে  ness, tion, hood, ship, dom, ment, ism, th, ty, ce, cy থাকে তারা Abstract Noun. যেমনঃ -  goodness, education freedom, friendship, patience ইত্যাদি

2. Concrete Noun – কে চার ভাগে ভাগ করা যায়

1. Proper Noun.
2. Common Noun
3. Collective Noun
4. Material Noun.

1. Proper Noun:


যে Noun কোন ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বুযায় তাকে Proper Noun বলে যেমনঃ  Sami, Rahim, Dhaka, China, Japan ইত্যাদি
Ahmed is a good boy.
Dhaka is a big city.
Ahmed একটি নির্দিষ্ট বালকের নাম Dhaka একটি নির্দিষ্ট জাগার নাম সুতরাং ইহারা প্রত্যেকে Proper Noun.

Note: Proper Noun-এরপ্রথম অক্ষর সর্বদা Capital হয়
God এবং Lord দ্বারা যখন আল্লাহ কে বুঝায় তখন তারা  Proper Noun-এবং প্রথম অক্ষর  Capital হয় কিন্তু God দ্বারা যখন দেবতা বুঝায় এবং  Lord দ্বারা আল্লাহ কে না বুঝায় অন্য ( শাসনকর্তা/ প্রভু ইত্যাদি) বুঝায় তখন এরা  Proper Noun নয় তাই এদের প্রথম অক্ষর  Capital হয় না

2. Common Noun:


যে Noun দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে Common Noun বলে যেমনঃ Boy, girl, friend, man, women, pen, pencil, cow, dog, river, rose ইত্যাদি)
Nazrul is a great poet.
The rose is a nice flower.
Azad is a good doctor.
David Copperfield is a great novel.
Poet সকল কবির সাধারণ নাম, flower সকল ফুলের সাধারণ নাম, doctor সকল ডাক্তারের সাধারণ নাম, novel সকল উপন্যাসের সাধারণ নাম তাই  poet, flower, doctor novel এরা প্রত্যেকে Common Noun.

3. Collective Noun:


যে  Noun একজাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথক ভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায় তাকে  Collective Nounবলে
Note: Collective Noun কোন Sentence-এর  Subject হলে এরপর Verb Singular হয় ইহা সর্বদা Neuter Gender হয়

4. Material Noun:


যে Noun দ্বারা কোন পদার্থের  নাম বুঝায় যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, শুধু পরিমাপ দ্বারা বুঝা যায়, তাকে Material Noun বলে                                                                                           যেমনঃ gold, iron, water, rice, sugar, tea, milk, oil, petrol ইত্যাদি )
Iron is a useful metal.
Gold is a precious metal.
Man can’t live without water.
We eat rice.

No comments:

Post a Comment