Principal Auxiliaries ‘To be’ and 'To have' Details
Walking is good
for health.
Gerund (N)
The old man is walking with a walking stick.
Present participle
Present participle
Principal
Auxiliaries
‘To be’
i) হওয়া অর্থে principal verb রূপে বসে। I am ill.
ii) Continuous Tense এ মূল Verb এর Present participle
এর পূর্বে বসে।
Be
+ Present participle = continuous.
I
am going / was going. ইত্যাদি
iii)
Passive voice এ মূল Verb এর Past participle form
এর পূর্বে বসে।
Be + Past participle = Passive.
A bird is seen by me.
iv) কোন কাজের arrangement বা পূর্ব পরিকল্পনা বোঝাতে Full infinitive (‘to’ সহ infinitive) এর পূর্বে বসে।
অতএব, দেখা যাচ্ছে verb ‘to be’ gerund বাদে বাকী তিনটি non finite verb- এর পূর্বেই বসতে পারে। gerund এর পূর্বে কখনো কোন auxiliary verb বসে না ।
Be + Present
participle = continuous
Be + Past participle = Passive
Be + Full
infinitive = Arrangement
To have:
i) থাকা অর্থে Principal verb রূপে বসে।
I have a pen.
ii) Perfect tense এ মূল verb এর Past participle form এর পূর্বে বসে।
HAVE + Past Participle = Perfect.
I have read the book.
iii) Obligation বা বাধ্যবধকতা বোঝাতে Full infinitive- এর পূর্বে বসে।
HAVE + Full infinitive =
Obligation.
I have to go now.
সুতরাং দেখা যাচ্ছে ‘ To have’ শুধুমাত্র Past
Participle এবং Full infinitive form- এর পূর্বে বসে।
HAVE+ Past Participle =
Perfect tense.
HAVE+ full Infinitive (to + v )=
Obligation.
'To Do' Verb Classifications with Assertive and
Negative
To do ( করা ):
i)
করা অর্থে মূল verb রূপে ব্যবহৃত হয়।
I do the sum.
ii)
বাক্যে অন্য কোন Auxiliary verb না থাকলে ঐ বাক্যকে Negative বা Interrogative করতে ব্যবহৃত হয়।
I go
|
I do
not go – Negative
Do I
go - Interrogative
|
iii)
Negative বা Interrogative না বুঝিয়ে মূল verb কে Emphasis বা জোড় দেওয়ার জন্য do ব্যবহৃত হয়।
I do
believe you.
Auxiliary verb ‘to
do’ এর পরে মূল verb এর সবসমই Bare Infinitive form
হয়।
Modals এর পরে অবশ্যই Bear infinitive form হবে।
Modals
+ Bear Infinitive
ব্যতিক্রম:
Ought এর পরে Full infinitive
I ought to go there.
No comments:
Post a Comment