Difference Between Auxiliary Verb and Principal Verb
যেমন – I am reading a book. এখানে ‘am’
auxiliary verb কারণ principal verb ‘read’ non-finite form –এ আছে। আবার, I shall go. বাক্যে ‘shall’ auxiliary verb. ‘go’ non-finite from -এ আছে। সুতরাং ‘shall’ finite verb রুপে subject এর পরে বসেছে এবং ‘go’ verb এর ভবিষ্যৎ কাল ব্যক্ত করতে সাহায্য করছে ।
কোন কোন auxiliary verb বাক্যে অর্থ প্রকাশ করে principal verb রুপেও ব্যবহৃত হতে
পারে । এদেরকে principal
auxiliaries বলে। কিন্তু যখন auxiliary
verb রূপে ব্যবহৃত হয়, তখন ইহাদের কোন অর্থই প্রকাশ পায়না-শুধু principal verb কে সাহায্য করে মাত্র ।
যেমন,
Auxiliary রূপে ব্যবহৃত
|
Principal রূপে ব্যবহৃত
|
‘To be’ (হওয়া)-I am
going.
|
I am
ill.
|
‘To have’ (থাকা)-I
have eaten.
|
I have a pen.
|
‘To do’ (করা) –I
do not read.
|
I
do the work.
|
ইংরেজিতে
‘To be’ ‘to have’ এবং ‘to do’ এ তিনটিই principal verb এবং auxiliary verb দু’ভাবেই
ব্যবহৃত হতে পারে। সুতরাং এ তিনটিকে বলে principal auxiliaries. আবার shall, will, may, can, must –এ গুলোর নিজস্ব কোন অর্থ নেই এবং এরা নিজেরা একক ভাবে কোন sentence গঠন করতে পারে না। কেবল principal verb কে অর্থ প্রকাশে বা mode পরিবর্তনে সাহায্য করে। সুতরাং এগুলোকে modal auxiliaries বা সংক্ষেপে modals বলে।
I shall go. -futurity বোঝাচ্ছে।
He
may come. -probability (সম্ভাবনা) বোঝাচ্ছে।
I
can do this. -ability (সামর্থ্য) বোঝাচ্ছে।
You must go. -compulsion (বাধ্যবাধকতা)
বোঝাচ্ছে।
Shall/ will -future tense বোঝাতে ব্যবহৃত হয়।
কাজেই, Shall /Will
-Future tense এ Futurity বোঝাতে ব্যবহৃত হয়। may- probability বোঝাতে ব্যবহৃত হয়। can-ability বোঝাতে ব্যবহৃত হয়। must-compulsion বোঝাতে ব্যবহৃত হয়। এগুলো সবই Modals. এছাড়া need এবং dare কে বলা হয়
semi-modals.
Modals এর নিজস্ব কোন অর্থ নেই । modals- এর পরে অন্য কোন principal verb না বসিয়ে বাক্য গঠন করা যায় না এবং principal verb টির অবশ্যই Infinitive form হবে।
Structure: modals + Infinitive
You must go.
No comments:
Post a Comment