Principal and Modal Auxiliaries or Modals Finite and
Non finite verb Analysis
সুতারাং
Auxiliary verb দুই প্রকার ।
a)
Principal Auxiliaries এবং
b) Modal Auxiliaries or Modals.
Auxiliary verb
Principal Auxiliaries
অর্থ প্রকাশ করে Principal verb রূপে ব্যবহৃত হয়। Gerund বাদে যে কোন non-finite form এর পূর্বে সাহায্যকারী verb
রূপে বসে । Gerund কখনো কোন auxiliary verb গ্রহন করে না ।
|
Modal Auxiliaries or
Modals
কখনো অর্থ প্রকাশ করে না এবং Principal verb রূপে ব্যবহৃত হয় না ।Infinitive ছাড়া অন্য কোন from- এর পূর্বে বসে না। ‘ought’ modal টি ছাড়া অন্য সব modals –ই bare Infinitive বা to বিহীন infinitive নিয়ে ব্যবহৃত হয় ।
|
Finite verb : বাক্যের অর্থ বা ভাব সমাপ্ত করে যে verb তাকে finite
verb বা সমাপিকা ক্রিয়া বলে। Finite verb দ্বারা কোন কাজ সম্পাদন করা বুঝায়। ইহার অবশ্যই একটি subject থাকতে হবে।
I read a book. - ‘read’ finite verb.
Finite verb- এর মাএ দুইটি
form আছে ।
যথা-
a)
Present from এবং
b) Past form.
Finite verb
|
Present from
Past From
|
Verb এর শুধু মাএ Present ও Past from-ই finite from. বাক্যে subject- এর পরে অবশ্যই একটি finite verb
থাকবে । Finite
from-এর verb ছাড়া সাধারনত: বাক্য গঠিত হয় না। মূল verb-এর কোন কারনে non- finite from হলে subject এর পর্বে অবশ্যই Auxiliary verb এর finite from বসাতে হবে ।
Non finite verb: যে Verb বাক্যে কোন কাজ সম্পন্ন করে না বা বাক্য সমাপ্ত করেনা, তাকে non- finite verb বা অসমাপিকা ক্রিয়া বলে। যেমন,
I told him to go. -
‘to go’ non-finite.
ইহা বাক্য সমাপ্ত করেনা বা ক্রিয়া সম্পন্ন করা বুঝায়নি এবং ইহার কোন subject ও এ বাক্যে নেই।
No comments:
Post a Comment