Participle (Present and Past) Infinitive, Gerund Details
I see a flying
bird. -
‘flying’ non - finite verb এবং এ বাক্যে ইহা verb এর কাজ না করে Adjective রুপে ব্যবহৃত হয়েছে। কারন ইহা ‘bird’
–টিকে qualify করেছে।
আবার, The bird is flying. বাক্যে flying’ যদিও non-finite
form এ আছে, কিন্তু ইহা মূল verb রূপে ব্যবহৃত। তাই মূল verb এর non-finite form হওয়াতে ইহার পূর্বে ‘is’ একটি auxiliary
verb বসেছে subject এর পরে finite verb সরবরাহ করতে।
Non-finite form অন্য part of speech রূপে ব্যবহৃত হয়। সুতরাং verb হিসাবে ব্যবহৃত না হওয়ার কারনে ইহার subject থাকেনা।
তবে মূল verb- এর কোন কারনে Non-finite form হলে ইহার পূর্বে অবশ্যই auxiliary verb বসবে।
বিপরীত ক্রমে non-finite form- এর পূর্বে auxiliary verb থাকলে বুঝতে হবে ইহা principal verb। Non-finite form-এর পূর্বে Auxiliary verb না থাকলে বুঝতে হবে ইহা অন্য part of
speech রূপে ব্যবহৃত।
Finite form বলতে আমরা শুধুমাত্র যে কোন verb- এর Present form এবং past form- কেই বুঝব।
Present এবং past form ছাড়া অন্য সকল Form-ই non-finite. finite verb (present এবং past form) এর পূর্বে কখনও কোন Auxiliary verb বসে না ।
Non-finite Verb –এর ৩টি ভাগ।
যথাঃ
(i) Participle
ii) Infinitive
(iii) Gerund
Participle:
Verb এর যে form
adjective রূপে কাজ করে তাকে Participle বলে।
I
see a flying bird. বা This is a broken glass.
‘flying’ শব্দটি ‘উড়া’ কাজের চলন্ত অবস্হায় bird কে Qualify করেছে। পাখিটি ডালে
বসলে আর flying bird হয়না ।
আবার দ্বিতীয় বাক্যে ‘broken’ শদ্বটি ‘ভাঙা’ কাজটি সমাপ্ত হয়ে যাওয়ার পরে ‘glass’ কে qualify করেছে।
সুতরাং
participle আবার দুই প্রকার:
a) Present participle: কাজের চলন্ত অবস্হায় Noun কে qualify করে। অর্থাৎ কাজের চলন্ত অবস্হা বুঝায়। আবার Adjective এর কাজও করে। ing যোগ করে verb এর Present Participle Form গঠণ করা হয়।
b) Past participle: কাজ সমাপ্ত হয়ে Noun কে qualify করে। অর্থাৎ কাজের সমাপ্ত অবস্হাও বুঝায় আবার Adjective এর কাজও করে।
Infinitive (To+Verb):
Verb- এর আগে ‘To’ বসিয়ে
Infinitive গঠন করা হয়। কখনও কখনও ‘to’ উহ্য থাকে। তখন ইহাকে bare infinitive বলে। I told him to go ( Infinitive).
‘Bare infinitive’ এবং Present form- কে দেখতে এক রকম। তাই বলে present form
কে bare infinitive বা
bare infinitive কে Present form বলা যাবেনা।
I shall go.
Bare infinitive
No comments:
Post a Comment