Gerund and Forms of Verb Details
Gerund & Present Participle (V + ing ) :
Verb
এর শেষে ‘ing’ যোগ করে gerund গঠিত হয় এবং ইহারা NOUN রূপে ব্যবহৃত হয়।
Walking is good for health.
Verb + ing =noun হলে Gerund
Verb + ing =noun না হলে present participle
সুতরাং verb এর মোট form দাঁড়ালো ৬ টি
Finite
|
1. Present form
2. Past form
|
Non-finite
|
3. Present Participle (V+ ing =/=N) চলন্ত অবস্হা (Adjective)
4. Past Participle সমাপ্ত অবস্হা (Adjective)
5. Infinitive (To+ verb এখানে ‘to’ preposition
নয়) N & Adj./ Futurity
6.
Gerund (V+ ing= Noun)
|
প্রতিটি verb- এরই ৬টি form আছে। কিন্তু modals এর কোন non-finite form নেই। অর্থাৎ modals এর Present ও Past
form ছাড়া অন্য কোন form নেই।
|
|
No comments:
Post a Comment