Pages

Pages

Thursday, June 26, 2014

Formation of Sentence



Formation   of Sentence


Word- এর nature বা প্রকৃতি সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারনা পেয়েছি এবারে আমরা Sentence গঠনের নিয়মগুলো জানার চেষ্টা করি
একটি sentence এর মূল word হচ্ছে Verb. Verb ছাড়া কোন Sentence হয় না
আমরা এও জেনেছি, verb এর অবশ্যই একটি subject থাকবে তবে object থাকতেও পারে, আবার নাও থাকতে পারে
Verb – কে  কে? বা  কারা? প্রশ্ন করে যে জবাব পওয়া যায়, সাধারনত: সেটাই subject.                                                                        কিন্তু  কি? এবংকাকে? প্রশ্ন করে যে জবাব পাওয়া যায় সেগুলো object.
আর জবাব না পাওয়া গেলে বুঝতে হবে verb টির কোন object নেই                                                                                                          এছাড়া অন্যান্য কোন প্রশ্নের জবাব কখনো  subject বা object হবে না হবে Preposition এর object  বা Adverbial object.
 
করিম প্রতিদিন স্কুলে যায়’ বাক্যটিতে ‘যায়’ শব্দটি Verb. Verb - কে যদি  কে? প্রশ্ন করা হয়, তাহলে জবাবটি কি আসে? প্রশ্ন করে দেখি কে যায়? করিম হ্যাঁ,  জবাব আসে  করিম’সুতরাং  করিম’ বাক্যে  যায়’ Verb এর subject .  ইংরেজি বাক্যে  সাধারনত:  subject verb - এর পূর্বে বসে সুতরাং ইংরেজি করার সময় প্রথমে সাজাতে হবে  করিম যায়’ তারপরে   কোথায় যায়?’ – স্কুলে যায় স্কুলে শব্দটি Noun. কিন্তু ইহা subject  নয় - object নয় কারন ‘কি’ বাকাকে’ প্রশ্নের জবাব না হলে noun কখনো verb এর object হয় না সুতরাং  school” শব্দটির পূর্বে  একটি preposition ‘to’ বসবে কারন Noun subject  বা object না হয়ে বাক্যে ব্যবহৃত হলে preposition দ্বারা ইহাকে connect করতে হয়  
সুতরাং ‘করিম প্রতিদিন স্কুলে যায়’ বাক্যটিকে ইংরেজি করার সময় সাজাতে হবে, করিম যায় সকুলে প্রতিদিন ভাবে অর্থাৎ  Karim goes to school everyday  বা Everyday karim goes to school. ‘Everyday’ বাক্যে adverb ইহা সম্পূর্ন ঘটনাটিকে বা  বাক্যটিকে modify করেছে সুতরাং ধরনের adverb বক্যের শুরুতেও বসতে পারে, আবার শেষেও বসতে পারে ইহার পূর্বে কোন  preposition বসবেনা  
কারন,
Noun- Word বা Noun-Phrase ছাড়া অন্য কোন  word বা Part of speech এর পূর্বে কোন Preposition বসেনা
এখন, ছেলেরা নিয়মিত বই পড়ে’বাক্যটিকে পরীক্ষা করি এখনে ‘পড়ে’ শব্দটি verb. ‘কারা পরে? ছেলেরা সুতরাং ‘ছেলেরা’Subject. আবার কি পড়ে?- বই পড়ে সুতরাং ‘বই’ object. ইংরেজি বাক্যে subject  এর পরে verb এবং verb এর পরে object বসে সুতরাং ইংরেজি করার সময় বাক্যটি দাড়াবে ছেলেরা পরে বই নিয়মিত’ 
অর্থাৎ বাক্য কাঠামো বা structure টি হল:
 Subject  + verb + object + Adverbial
বাক্যটিকে ইংরেজি করলে দাড়াবে,
 The boys     read      books       regularly.
       S               V        obj.            adv.
আমরা আরও একটি বাক্য পরিক্ষা করি, রহিম আমেনাকে একটি কলম দিয়েছিল’বাক্যে দিয়েছিল, -verb. কে দিয়েছিল ? -রহিম সুতরাং ‘রহিম’ subject  আবার কি দিয়েছিল?- একটি কলম সুতরাং ‘একটি কলম’ Object. কাকে দিয়াছিল ?- আমেনাকেআমেনাকে’ শব্দটি Object.                                                                                                                                                                                                                            বাক্যে দুটি Object. কারন, ‘কি? এবং ‘কাকে ? দুটি প্রশ্নের জবাবাই object . তবে ‘কি? প্রশ্নের জবাব ‘একটি কলম’ direct object এবং ‘কাকে প্রশ্নের জবাব ‘আমেনা’ Indirect  object. verb এর পরে object  সাজানোর সময় Indirect object কে direct object এর  পূর্বে বসাতে হবে
শুধুমাত্র ‘কি’ এবং ‘কাকে’ প্রশ্নের জবাবই object. অন্য কোন প্রশ্নের জবাব object হবে নাকি’ প্রশ্নের জবাব direct object. এবং ‘কাকে’? প্রশ্নের জবাব Indirect object. ইংরেজি বাক্যে Indirect object সাধারনত: direct object এর পূর্বে বসে

সুতরাং ইংরেজি করার সময় বাক্যটিকে সাজাতে হবে:
রহিম       দিয়ছিল         আমেনাকে            একটি  কলম
Subject    verb        Indirect object       direct object
অর্থাৎ Rahim gave Amena a pen.  
এখানে একটা ব্যাপার লক্ষনীয়, আমেনা + কে noun  এর সাথে বাংলায় ‘কে’ বিভক্তি থাকলেও ইংরেজিতে এর পূর্বে কোন preposition বসবেনা কারন ‘আমেনাকে’ শব্দটি verb এর object. verb এর subject বা object কোন preposition নেয় না
তবে Indirect object কে direct object এর পরে সাজালে  Indirect object  এর পূর্বে preposition বসাতে হবে অর্থাৎ Indirect object যদি  direct object এর পরে বসে তাহলে Indirect object অবশ্যই  preposition নেবে
অর্থাৎ উপরের বাক্যটিকে আমরা এভাবে লিখতে পারি:
Rahim         gave       a      pen       to        Amena.
     S               V            D.O         prep.     I.O
তাহলে দেখা যায় যে বাক্যটির structure হবে:
Subject  +  verb  +  Indirect  object  +  direct object 
অথবা,
Subject  +  verb  +  direct object +  preposition +  indirect object.
বাক্যে দুটো object থাকলে একটি direct object (D.O) এবং অপরটি indirect object(I.O)ইংরেজি বাক্যে indirect object টি সাধারনত: direct object এর পূর্বে বসে যদি   indirect object কে direct object এর পরে বসাতে হয়, তবে তার পূর্বে   (অর্থাৎ indirect object এর পূর্বে ) preposition বসাতে হবে
 Direct object এর পরে অন্য যে কোন noun বসলেও তার পূর্বে  preposition বসাতে হবে অর্থাৎ direct object এর পরে কোন noun বসলেই   preposition দ্বারা connect করতে হবে

সংক্ষেপনঃ বিশেষ ভাবে লক্ষ্যনীয়
অন্যান্য যে কোন প্রশ্ন জবাব Noun হলে তার পূর্বে Preposition বসবে অর্থাৎ Prepositional object (p.o)  হবে আর জবাব Noun না হলে Adverbials.




সুতরাং প্রথমে verb চিনতে হবে তার পরে Verb টি কে প্রশ্ন করে সহজেই subject, object বের করে বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করা সম্ভব 
Sentence  সাজাতে হবেঃ 
‍S  +  V  +  I.O  +  D.O  +  P.O  +  Adv.
শুধু মনে রাখতে হবে, I.O  যদি D.O এর পরে যায়, তবে অবশ্যই Preposition নিয়ে যাবে,D.O-এর পরে সব Noun –   preposition দ্বারা Connect করতে হবে  কি’  বা ‘কাকে’ প্রশ্নের জবাব ছাড়া অন্য কোন প্রশ্নের জবাবই Verb এর Object  হবেনা          যদি ‘কি’ বা ‘কাকে’ প্রশ্ন করে জবাব না পাওয়া যায়, তবে বুঝতে হবে বাক্যে Verb এর কোন Object  নেই                                                          তখন ইহা Intransitive Verb. আর একটি  Object- যদি থাকে, তবে ইহা Transitive Verbনিচে দুই ধরনের verb দেখানো হলো:
Transitive Verb (সকর্ম  ক্রিয়া)
যে Verb –এর কর্ম বা    Object থাকে
Verb with object      (একটি বা দুইটি Object থাকে)
Intransitive Verb    (অকর্ম  ক্রিয়া )

যে Verb এর Direct বা Indirect কোন Object – থাকেনা
Verb Without object    (কি বা কাকে প্রশ্নর জবাব থাকেনা)

যে সকল  adverb পুরো বাক্যকে modify করে, ইহা বাক্যের শুরুতে কিংবা শেষে বসবে মাঝখানে বসবেনা 

No comments:

Post a Comment