Pages

Pages

Wednesday, October 8, 2014

Right form of verb


Right form of verb


ইংরেজি ভাষায় একটি Sentence- ব্যবহূত প্রতিটি word- কোনো না কোনো কাজ করে থাকে প্রতিটি word-এর মধ্যে verb সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণত যে word দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা, বোঝায় তাকে verb বলে Verb is the heart of sentence. তাই verb-কে বাক্যের প্রাণ বলা হয়ে থাকে Latin শব্দ verbum থেকে এই শব্দটির উৎপত্তি বাক্যের গঠনশৈলীতে noun-এর পরই verb-এর স্থান Noun, pronoun object-কে বিশেষভাবে গতিশীল করে রাখে এই verb Verb ছাড়া কোনো sentence তৈরি করা যায় না Verb-গুলো সাধারণত voice, tense, mood, narration Sentence পরিবর্তনে সহায়তা করে থাকে একটি sentence- দুই ধরনের verb ব্যবহূত হতে পারে যেমন: Principle verb Auxiliary verb.

Principle verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকাশের জন্য অন্যের ওপর নির্ভর করতে হয় না, তাকে principle verb বলে

Auxiliary verb : যে verb-এর নিজস্ব অর্থ থাকে না, বিভিন্ন প্রকার sentence অথবা tense, voice বা mood-এর রূপ গঠনের জন্য অন্য verb-কে সাহায্য করে থাকে, তাকে Auxiliary verb বলে
Example : Rana is writing an application.

তোমাদের মনে রাখতে হবে, একই verb, Principle and Auxiliary দুইভাবেই ব্যবহূত হতে পারে

যেমন: I am a student. এখানেam’ Principle verb.
আবার, I am writing a letter. এখানেam’ Auxiliary verb.

Principle verb Auxiliary verb ছাড়াও Finite verb, Non-Finite verb, Transitive verb Intransitive verb রয়েছে এগুলো বাক্য গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে
What is a Subject?
  • A subject is a part of a sentence that is being talked about.
  • Subjects are usually nouns and pronouns.
Remember that:
There are 3 kinds of subjects.
  1. Complete – articles + noun/pronoun make up a complete subject.
  1.   Simple – the articles aren’t included.
  2.  Compound – 2 or more subjects that have the same verb.

Examples:
Macbeth is a kinsman of King Duncan.    
*Macbeth is the simple subject.
The tragic play was disappointing but entertaining.  
*The tragic play is the complete subject.
 Gertrude and Claudius were wed after a month King Hamlet died.   
*Gertrude and Claudius is the compound subject
Dealing with Subjects in Unusual Places
  • Traditionally, a subject comes before a verb.  However, a subject can be in four unusual places.
  • 1. In a question
  • 2. In a sentence that begins with “here” or “there”
  • 3. In a command
  • 4. In a sentence that begins with a phrase
  • Make sure you find the subject and make the verb agree with it.
What is a Verb?
  • A verb is a part of speech that usually pertains to an action, occurrence, or a state of being.
  • There are 2 kinds of verbs:
    • Action – used to show when somebody does something.
    • Linking – links the subject to an equivalent word in the sentence
      • Be verbs
*Remember that: NOT ALL be verbs are linking verbs.
An action verb can be:

  1. Transitivedirects action towards someone or something in the sentence
  1. Intransitive – the verb doesn’t direct the action to someone or something in the sentence.

8 state of being verbs:


IS, AM, ARE, WAS, WERE, BE, BEING, BEEN
Verb Forms, Tenses, and Moods
  • Except for the verb “be”, all verbs in English have five forms:
    • Base:  walk, ride
    • Past Tense: walked, rode
    • Past Participle:  have walked, have ridden
    • Present Participle:  am walking, am riding
    • -s Forms:  walks, rides


Special Rules


Rule no .1. বক্সের  word  গুলোকে gap এর উপযুক্ত স্থানে রাখতে gap যুক্ত sentence টিকে বাংলা করে তাকে কি করি, কি করে, কি করা দ্বারা প্রশ্ন করব এবং বক্সের প্রতেযকটি word  এর সাথে এনে মিল করব যে word টি সবচেয়ে বেশি মিল হবে সে word টিকে gap বসাব  
Rule no.2.  যদি কি করি, কি করে, কি করা দ্বারা প্রশ্ন করা না যায় তখন উপরের box থেকে be verb  নেব উল্লেখ্য যে , আছে / ছিল অর্থে : have /has/had বসাবআবার অনেক সময় বাদ্যবাদকতা  বুজাতে have to / has to ব্যবহার করব
Rule no.3.  Verb  টি বসানোর পর দেখতে হবে conjunction এবং R.p. বিহীন sentence আরও verb আছে কিনা যদি থাকে তাহলে 4 নং নিয়ম অনুসরণ করব আর যদি না থাকে তাহলে  5 নং নিয়ম অনুসরণ করব
Rule no.4.  যদি sentence টিতে conjunction এবং R.p. বিহীন sentence আরও verb  থাকে তাহলে দেখতে হবে __ এর verb   এর কাজ sub  যদি নিজে করে তা হলে  verb তির সাথে  ing  দিব আর যদি নিজে না  করে তা হলে  verb টি সুদু মাত্র past participle  form  ব্যবহার করব
Rule no.5. যদি sentence টিতে  সুদু মাত্র একটি verb  থাকে  তাহলে দেখতে হবে সে verb   এর কাজ sub নিজে করে কিনা যদি নিজে করে তাহলে  6 নং নিয়ম অনুসরণ করব আর যদি নিজে না করে তাহলে  7  নং নিয়ম অনুসরণ করব
Rule no.6. যদি sentence-  একটি verb  থাকে এবং সেই  verb   এর কাজ subject নিজে করে তাহলে প্রথমেই দেখতে হবে subject  third person singular number কিনাএবং passage  টি যদি present  tense হয় তা হলে verb  এর সাথে s/es  যোগ করব

  *** আমাদের আরও লক্ষ্য রাখতে হবে ***

***  Present  continuous  নির্দেশক  : Now, now a days , at present, at this moment, day to day ,day by day , day after day.
***  Present  perfect  tense  নির্দেশক :just now, already, yet, never , recently , ever , এবং কোন কাজ পূর্বে শেষ হয়েছে কিন্তু , এর ফলাফল এখন বিদ্যমান থাকলে  
***  Present  perfect  continuous tense নির্দেশক :since , for  থেকে সময়ের উল্লেখ থাকিলে , তবে  past tense  গুলো থাকলে  তাকে past  perfect tense গঠন করতে  হবে
 ***  Past indefinite tense নির্দেশক : once , ago ,   one day , prior  to , last , ancient ,  yesterday .
 ***   Past continuous tense নির্দেশক  : অতিতে গিয়ে ,অতিতে চলমান কোন কাজ বর্ণনা করলে
***   Past perfect tense নির্দেশক  : Before / after থাকলে
*** Future tense নির্দেশক   কোন শব্দ আছে কিনা যদি থাকে তা হলে  সেই  নির্দেশকের  tense   অনুযায়ী verb টিকে গঠন করতে হবে

 Rule no.7. যদি sentence একটি মাত্র  verb  থাকে  তাহলে দেখতে হবে সে verb   এর কাজ sub নিজে না তাহলে be verb বসিয়ে verb টি p.p.f. গঠন করতে হবে
Rule no.8.  সাধারণত  to এর পর gap verb বসালে আমরা  verb এর  base form নেব তবে with a view to , look for ward to , in a view to , in accustom to,  offer to , object to, get used t, knowledge to ,  contribute to , would you mind এর পর verb+ing  বসবে  এবং while এর পর sub থাকলে পরর্বতী verb  এর  past continuous tense  গঠন করতে হবে   
Rule no.9.  সাধারণত preposition  এর পর gap  verb বসলে সেই verb  এর সাথে  ing  যোগ করব যদি verb টির কাজ sub নিজে করে আর যদি verb টির কাজ sub নিজে না করে তাহলে being বসিয়ে  verb এর p.p.f.  গঠন করব
Rule no.10.  কিছু কিছু ক্ষেত্রে negative করতে হয় ক্ষেত্রে যদি বাংলায় পাড়া প্রকাশিত হয় তাহলে modal auxiliary  can/ could নেব আর যদি বাংলায় পরা প্রকাশিত হয় তাহলে to be verb ব্যবহার করব আবার উচিত অর্থে  should , ভবিষ্যতের বাদ্যবাদকতা অর্থে would  ব্যবহার করব 
Rule no.11.  It is time ,  It is high time , I  wish , I fancy গুলর পরের clause আমরা past indefinite tense    গঠন করব
Rule no.12.  Make  , Let , help ,  এর পর  object থেকে  gap থাকিলে সেই gap আমরা  verb  এর  base form বসাব আবার had better এবং would rather এর পর আমরা verb  এর  base form  বসাব
Rule no.13. Can not help এর পর gap এর verb এর base form এর সাথে  ing  যোগ করব
Rule no.14.  Be verb  এর পর verb বসলে verb এর কাজ sub নিজে করলে verb এর সাথে  ing    আর নিজে না করলে verb এর past participle form হবে   
Rule no.15. Modal auxiliary , to do verb আর পর verb এর base form বসবে তবে modal auxiliary   এর পর verb এর কাজ sub নিজে করলে be বসিয়ে  verb এর past participle form  গঠন করতে হবে 
Rule no.16.  Have /has / had  এর পর verb বসলে  verb এর কাজ  sub নিজে করলে শুধু মাত্র  verb এর  past participle form  হবে  আর নিজে না করলে been বসিয়ে  verb এর  past participle form  গঠন করতে  হবে

No comments:

Post a Comment