Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

Thursday, June 5, 2014

Transitive verb, Intransitive verb, Strong verb, Weak Verb, Principal verb, Auxiliary verb Details

By : Mustafij
On : 6:12 AM

Transitive verb, Intransitive verb, Strong verb, Weak Verb, Principal verb, Auxiliary verb  Details


বিভাগ থেকে আমাদের মনে একটা সংশয় সৃষ্টি হতে পারে যে, একটা verb একাধিক বিভাগে পড়তে পারেনা সংশয় দুর করার জন্য বলছি, একই verb একাধিক বিভাগে পড়তে পারে নীচের sentence গুলো পরীক্ষা করে দেখি   sentence  গুলোতে আমরা ‘Do’ verb এর  ব্যবহার দেখব
I do the sum- sentence টিতে ‘do’ principal verb এবং transitive verb,ইহা অর্থ প্রকাশ করেছে এবং  Object গ্রহন করেছে
I did the sum- এখানে ইহা  strong verb এর কাঠামোতে past form হয়েছে
I do not go- এখানে ‘do’  Auxiliary verb ‘go’ verb কে ‘না’ বোধক ভাব প্রকাছে সাহায্য করেছে এবং প্রতি ক্ষেত্রেই ‘Do’ Finite verb রূপে ব্যবহৃত হয়েছে এবং প্রতিটি sentence- ই ‘I’,  ‘do’ verb এর subject .
I got the sum done by  him. - বাক্যটিতে ‘do’ non-finite form- আছে
কাজেই একই verb  ইহার  functioning অনুযায়ী বিভিন্ন বিভাগে অর্ন্তভূক্ত হয়
Transitive verb:   যে verb এর object থাকে তাকে transitive verb বলে
  I  eat  rice.
Intransitive verb:
যে verb এর object থাকেনা তাকে intransitive verb বলে we sleep at night.
Strong verb:  যে verb বিভিন্ন form গঠন করার সময় vowel পরিবর্তন করে বা ভিন্ন Word গ্রহন করে বা ‘en’ যুক্ত হয়ে past  এবং past participle form গঠন করে
Write wrote written-  vowel  পরিবর্তিত এবং ‘en’ যুক্ত   Go     went     gone   - ভিন্ন শব্দ
Weak Verb:   যে Verb সাধারনতঃ ‘ed’ যুক্ত হয়ে past এবং past  participle form হয় যেমন- work worked  worked.
আরও কিছু verb আছে যা  strong verb- হয় এবং weak verb- হয় কিন্তু strong verb এক অর্থ দেয় এবং weak  verb অন্য অর্থ দেয়
যেমন- Hang:
Hang     Hung     Hung      - strong  verb- কোন কিছু ঝোলানো
Hang     Hanged     Hanged        - Weak  Verb  - ফাঁসি দেয়া
Principal verb:
বাক্যে অর্থ প্রকাশে প্রয়োজনে যে verb ব্যবহৃত হয় তাকে principal verb  বলে উহা দ্বারা কোন কাজ সম্পাদন করা বুযায় যেমন- I am  reading a book.  বাক্যটিতে ‘read’ principal verb  রূপে ব্যবহৃত হয়েছে
কোন কারনে principal   verb  এর non-finite form - হলে, ইহার পূর্বে একটি auxiliary verb বসবে এবং
 auxiliary verb টির finite form (present or, past form) হবে কারন subject এর পরে অবশ্যই finite verb থাকতে হবে

Auxiliary verb:   যে সকল verb বাক্যে অর্থ প্রকাশ করে না, কিন্তু  principal verb এর যথার্থ অর্থ প্রকাশে সাহায্য করে এবং কোন কারনে non- finite form হলে বাক্যের subject কে finite verb সরবরাহ করে (কোন অর্থ প্রকাশ না করে), তাকে  auxiliary verb বলে

0 comments:

Post a Comment

FIFA 2014 LIVE