Pages

Pages

Friday, October 10, 2014

গুপ্ত বংশ


গুপ্ত বংশ

গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উঃ শ্রী প্রথম চন্দ্রগুপ্ত।
গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয়?
 উঃ ৩২০ খ্রিঃ পূর্বাব্দে।
গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল ?
উঃ দুটি।
গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন ?
উঃ প্রথম চন্দ্রবংশ গুপ্ত।
গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
উঃ সমুদ্রগুপ্ত।
সিংহ বিক্রম কার উপাধী ছিল?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্তের।
অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি?
উঃ গুপ্তযুগের।
গুপ্ত বংশের কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হত ?
উঃ সমুদ্রগুপ্তকে।
সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন?
উঃ ফা-ইয়েন।
ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন ?
উঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
ফা-হিয়েনের  ভারত পরিভ্রমনের কারণ কি ছিল?
উঃ বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ
ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন?
উঃ তিন বছর।
গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন?
উঃ স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে।
কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন?
উঃ খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে।
আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন?
উঃ এরিস্টটল।



No comments:

Post a Comment