Pages

Pages

Friday, October 10, 2014

গৌড় বংশ

গৌড় বংশ

আগস্ট ৭, ২০০৮ বাংলাদেশ বিষয়ক মন্তব্য করুন


কে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন?
উঃ শশাঙ্ক।
গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয়?
 উঃ ৬০৬ সালে।
গৌড় রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
উঃ কর্ণসুবর্ণ
কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন?
উঃ শশাঙ্ক।
গৌড় বংশের শক্তিশালী রাজা কে ছিলেন?
উঃ শশাঙ্ক।
শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উঃ কর্ণসুবর্ণ।
শশাঙ্কের উপাধি কি ছিল?
উঃ মহাসামন্ত।
হিউয়েন সাঙ কাকে বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেছেন?
উঃ শশাংঙ্ককে।
শশাঙ্কের পর গৌড় রাজ্য কে দখল করেন?
উঃ হর্ষবর্ধন।
আবররা কখন সিন্ধু আক্রমন করে?
উঃ ৭১২ খ্রিষ্টাব্দে।

No comments:

Post a Comment