Extra Rules
Subject এবং Verb এর মধ্যে Number এবং Person অনুযায়ী মিল বা সঙ্গতি থাকতে হয়। এটাই হচ্ছে Subject Verb Agreement. অর্থাৎ সবসময় Subject এর Number এবং Person অনুযায়ী Verb হতে হবে।
Rule - 01:
Subject যদি Singular হয় তাহলে Verb টিও Singular হবে আর Subject
যদি Plural
হয় তাহলে Verb টিও Plural হবে।
The
student is brilliant.
The
students are brilliant.
Exception:
কিছু Noun আছে যাদের সাথে s থাকা
শত্ত্বেও তারা Plural Form না । এসব Noun গুলোর সাথে আবার Singular
Verb বসে।
The
News is not expected.
Physics
is his favorite subject.
আবার কিছু Noun আছে যাদের সাথে s না থাকা সত্ত্বেও Plural Form. সুতরাং এদের সাথে Plural Verb হবে।
People are
.........
Rule - 02:
Uncountable Noun সবসময় Singular Verb গ্রহন করে।
Water
is necessary for all.
Rule - 03:
And দ্বারা
যখন একাধিক Subject যুক্ত হয় তখন Verb সবসময় Plural হয়।
Gold
and silver are precious metals.
Reena
and Tonni are there.
Exception:
কিন্তু And দ্বারা যুক্ত Subject যদি Same Person, Same Thing অথবা
Same Idea বোঝায় তাহলে Verb আবার
Singular হয়।
The
president and Headmaster is ----- (refers to same person)
The
president and the Headmaster are ---- (refers to two different person)
Time
and tide waits for none.
The
horse and carriage is at the door.
And দ্বারা
যুক্ত হওয়া সত্ত্বেও যদি Subject এর সাথে Each অথবা Every থাকে তাহলেও Verb Singular হবে।
Every
boy and girl has been given a price.
Each
boy and each girl was present.
Rule - 04:
Subject এর সাথে যদি each, every, either, neither, many a থাকলে verb সবসময় singular হবে।
Many
a little makes a mickle.
Each
of the things is found in India
Rule - 05:
Or, Nor, Either ..... or, কিংবা Neither
.... nor দিয়ে যখন একাধিক subject যুক্ত হবে সেক্ষেত্রে সবসময় verb এর সর্বাপেক্ষা নিকটবর্তী subject
অর্থাৎ দ্বিতীয় subject
অনুযায়ী verb হবে।
Either
nook or corner was left unexplored.
Neither
he nor I was there.
He
or his brothers have done this.
Neither
the boy nor his parents were present.
Either
he or I am to go.
Rule - 06:
নিন্মুক্ত
expression বা accompaniment গুলো দিয়ে যেসব Noun বা Pronoun
যুক্ত হয় তারা কখনোই Verb এর উপর কোন প্রভাব ফেলে না। Verb সবসময় আসল Subject আর্থাৎ
এগুলোর পূর্ববর্তী Noun বা Pronoun
অনুযায়ী হয়।
together
with, along with, and not , accompanied by, as well as, among, accompanied
with, in addition to, with,
Shafiq,
accompanied by his wife and children is arriving tonight.
Rule - 07:
Preposition দিয়ে যে Word বা Group
of Words যুক্ত তারা কখনই Verb এর উপর কোন প্রভাব ফেলে না। Verb টি সবসময় আসল Subject
অনুযায়ী হয়।
The
danger of the forest fires is not to be taken lightly.
The
view of these disciplines varies from time to time.
Rule - 08:
Infinitive বা Gerund যদি কোন Verb
এর Subject হয় সেক্ষেত্রে Verb টি সবসময়ই Singular হবে।
Knowing
the robbers has caused his death.
To
tell a lie is a great sin.
Rule - 09:
যদি কোন Clause কখনও Verb
এর Subject হিসেবে
আসে সেক্ষেত্রেও Verb টি Singular হবে।
Why
he created all these problems is still unknown.
Rule - 10:
Collective Noun সাধারণত: সবসময় Singular
Verb গ্রহন করে।
Congress,
army, group, committee, corporation, firm, class, company, government, jury,
crowd, council, organization, team, family, board.
The
committee is scheduled to meet at one o'clock.
কিন্তু যদি এধের মধ্যে Division দেখা দেয় এবং একথাটি যখন
Sentence এ Directly উল্লেখ থাকে তখন verb টি Plural হয়।
The
committee are violently debating the merits of the proposed system.
The
class are arguing with one another.
The
Jury were divided in their opinions but finally it has returned ...........
Rule - 11:
নিচের Indefinite Pronoun গুলো সবসময়ই Singular Verb Receive করবে যদি এরা Subject হিসেবে
থাকে।
Anyone,
someone, no one, everyone, anybody, somebody, nobody, everybody, anything,
something, nothing, everything.
Anyone
is eligible to apply for the position.
Someone
is going to suffer for this.
Rule - 12: A number of / The number of
A number of কিংবা The number of উভয়ের পরেই Noun
সবসময় Plural হবে। কিন্তু যদি এরা
Subject হিসেবে থাকে সেক্ষেত্রে A
number of এর বেলায় Verb
Plural হবে এবং The number of এর বেলায় Verb
Singular হবে।
A number of + plural noun + plural verb
The
number of + plural noun + singular
A
number of students are going to the class.
The
number of days in a week is seven.
Rule - 13:
Here
/There:
Here কিংবা There দিয়ে যদি কোন Sentence শুরু হয় সেক্ষেত্রে Verb এর পরর্বতী যে Noun বা Pronoun থাকে সেটি অনুযায়ী সবসময় Verb হয়। কারণ Here কিংবা There দিয়ে যদিও Sentence শুরু হয় কিন্তু এরা কখনোই কোন Sentence
এর Subject হয় না।
There/Here
is + Singular Subject
There/Here
are + Plural Subject
Rule - 14:
It দিয়েও যদি কোন Sentence শুরু হয়, সে ক্ষেত্রে যদিও It কোন Sentence এর Subject হয় না, তবুও Verb টি সবসময় Singular হবে।
It
is we who are guilty.
Rule - 15:
কোন Subject এর সাথে
যখন No থাকবে সেক্ষেত্রে No এর পরর্বতী Noun টির উপর নির্ভর করে Verb টি হবে । যদি No এর পরের Noun টি Singular অথবা Uncountable হয় তাহলে Verb টি Singular হবে আর যদি Noun টি Plural হয় তাহলে Verb টি Plural
হবে।
no + Singular noun/non count.
Noun + singular verb
no + plural noun + plural verb
No
students are present here today.
No
boy is individually responsible.
No
news is good now a days.
None এর
বেলায়, যদি None of এর সাথে Plural
Noun থাকে তাহলে Verb টি Plural হবে আর যদি Uncountable Noun হয় তাহলে Verb টি Singular হবে।
None
+ of the + non count. noun + singular verb
None
of the counterfeit money has been found
Rule - 16:
None + of the + plural count. noun + plural verb Both,
Few, Many, Others, Several – এই Word গুলো Subject এর সাথে
থাকুক অথবা নিজেরাই Subject
হিসেবে থাকুক না কেন Verb টি সবসময়ই Plural
হবে।
Many
are called but few are chosen.
Several
people are unable to attend; the others are all coming.
Rule - 17:
All, Any, More, Some, Most -- এই Word গুলো
যদি কোন Uncountable Noun এর
সাথে থাকে তাহলে Verb Singular হবে আর যদি Plural Noun এর সাথে থাকে তাহলে Verb টি ও Plural হবে।
Some
of the firm's capital is being earmarked for expansion.
Some
of the employees have returned to work.
Rule - 18:
Fraction বা Percentage দিয়ে যদি কোন Subject থাকে সেক্ষেত্রে Verb টি কেমন হবে সেটা ক্লাসে খেয়াল করো।
Three-fifths
of the people have arrived.
Sixty
percent of our quotas has been met.
Rule - 19:
Time, Distance, Weight, Money, Length- এদের যে কোন quantity বা পরিমান সবসময় singular
verb receive করবে।
Four
months is a long time between the letters.
Five
hundred dollars is a reasonable amount.
Rule - 20:
যে কোন দেসের নাম, বইয়ের নাম, Newspaper এর নাম কিংবা Magazine এর নাম যতই Plural Form এ থাকুক না কেন Verb টি সবসময়ই Singular হবে।
The
United States has a big fleet.
‘Business
Letters’ is a fine book.
Rule - 21:
যে কোন Company
Name যতই সেটা Plural Form এ থাকুক না কেন সবসময় Singular
Verb গ্রহন করবে।
Merrill
Lunch, Pierce, Fenner & Smith is one of the best known brokerage houses.
Proctor
& Gamble is a multinational company.
Rule - 22:
dozen, pair, sheep কিংবা deer –এই Word
যদি Plural
Noun কে বুঝায় তাহলে Verb টি Plural হবে আর
যদি Singular Noun কে বুঝায় তাহলে Verb টি Singular হবে।
Twelve
dozen do not cost more.
Rule - 23:
One of এর সাথে যদি Relative Pronoun থাকে সেক্ষেত্রে Verb টি কেমন হবে সেটি ক্লাসে যেভাবে বোঝানো হবে সেখান থেকে বুঝে নাও।
Mr.
Kamal is one of those people who are conscientious in following directions.
Rule - 24:
কিছু word (dues, earnings, wages) সবসময়ই plural.
সুতরাং এরা সবসময়ই
plural verb receive করবে।
Cub
Scout dues are collected every month.
My
earnings are inadequate to meet my expenses.
No comments:
Post a Comment