Sign Up To The Free Email Newsletter!

Want to get notified whenever we produce the latest content ? Then subscribe now to start receiving hot updates from today.

Wednesday, June 4, 2014

Verb Details

By : Mustafij
On : 11:09 AM

Verb Details

Formation of sentence   বা  বাক্য গঠনের technology  আমরা অনেকটা রপ্ত করতে পেরেছি বলে মনে করি Subject  predicate এবং Adjuncts বা ‍Sentence এর প্রয়োজনীয় উপাদান    (Elements) - এবং elements গুলোর বিন্যাস আমরা জেনেছি এখন আমরা Sentence গঠনে মোটামুটি সক্ষম
কিন্তু একটা কথা আমাদের আলোচনায় বার বার  এসেছে যে, verb ছাড়া কোন Sentence হয় না Verb is the soul of a sentence. অর্থাৎ Verb- sentence এর প্রান বা আত্নাএকটি sentence – কে যদি রাষ্ট্র (state) ধরা  হয়, তবে Verb state এর  government.

Classification of verb


 আমরা জানি subject এর পরেই সাধারনতঃ verb  বসে কিন্তু verb এর variation প্রচুর verb এর গন্ডির মধ্যেই verb এর variation ঘটে কখনো নানা কারনে এই verb বিভিন্ন form গ্রহন এবং auxiliary verb গ্রহন করে আবার বিভিন্ন auxiliary verb এর উপস্থিতিতে একই verb বিভিন্ন অর্থ প্রকাশ করে ইত্যাদি নানা রকমের variation বা বৈচিত্র verb এর গন্ডিতে থাকে কাজেই   variation বুঝতে হলে verb এর বিভিন্ন প্রকারভেদ এবং ইহাদের ব্যবহার বা উপযুক্ত প্রয়োগ সমন্ধে বিস্তারিত জানতে হবেএবং এ পর্জায়ে  এসে তা জানতে পারলেই English language এর grammar বা technology সমন্ধে Details জানা সক্ষম   
 তাহলে এবার আমরা verb সম্পর্কে অত্যন্ত যত্ন  সহকারে, যুক্তি সহকারে এবং সতকর্তার সাথে জানার চেষ্টা করব আবারও বলছি grammar বা verb একটি গুরুত্বপুর্ন অধ্যায়    বিভিন্ন   কারনে বা দৃষ্টিকোন বিচার করে verb কে বিভিন্ন  শ্রেনীতে ভাগ করা হয়  
যেমন-
object  বিচারে verb দুই প্রকার
A)  Transitive এবং
B)  Intransitive   
আবার  বিভিন্ন  form  এর  গঠন  বিচারে  দুই  প্রকার    
যথাঃ     
A) Strong verb এবং   
B) Weak verb   
আবার  functioning  বিচারে  দুই  প্রাকার   
যথাঃ   
A)  Principal verb,   
B)   Auxiliary verb ইত্যাদি            
  

এভাবে  বিভিন্ন  প্রেক্ষিতে  verb  এর  শ্রেনী বিভাগ  নিন্মরূপ:

Verb
Transitive Verb (সকর্ম)          
Verb with object
Intransitive Verb(অকর্ম)
verb without object
Strong Verb
যে সকল verb এর vowel পরিবর্তন করে বা পুরো word কে বদলে দিয়ে past form বা past participle form গঠন করা হয় যেমন, write,   wrote, written বা go, went, gone.
Weak Verb
যে সকল verb এর সাথে ed যোগ করে অতি সহজেই past বা    past participle form করা হয় যেমন, work- worked –worked
Principal Verb (মূল Verb)
বাক্যে অর্থ প্রকাশের প্রয়োজনে ব্যবহৃত হয় বা বাক্যে অবশ্যই অর্থ প্রকাশ করবে এবং কোন কার্জ সম্পাদন বুঝাবে যেমন, read,    eat  ইত্যাদি
I read a book.
She eats rice.
Auxiliary Verb
বাক্যে কোন অর্থ প্রকাশ করেনা কিন্তু Principal   verb এর variation– বা বিভিন্ন অর্থ ব্যক্ত করতে সাহায্য করে
যেমন am, do, shall
I am going.
 He will come.
Finite Verb (সমাপিকা)
. বাক্যে অর্থ সমাপ্ত করে
. বাক্যে verb ছাড়া অন্য parts of speech রূপে ব্যবহৃত হয় না
. আবশ্যই একটি subject থাকবে
. Finite verb ছাড়া কোন ‍Sentence হয় না
Non-finite Verb (অসমাপিকা)
. বাক্যে অর্থ সমাপ্ত করে না
. মূলত : form পরিবর্তন করে অন্য parts of speech  রূপেও বাক্যে  ব্যবহৃত হয়
. অবশ্যই কোন subject থাকবে না
. Sentence গঠনে আবশ্যকতা নেই

0 comments:

Post a Comment

FIFA 2014 LIVE